সত্যপাঠ ডেস্ক
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের গালগল্প শোনালেও কার্যতঃ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। বরং দিন দিন আরও অবনতি হচ্ছে।
প্রকাশ্য দিবালোকে সাভার, কুমিল্লা, নওগাঁসহ বিভিন্ন স্থানে বাস ডাকাতিসহ সারাদেশে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটছে। এছাড়াও সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, নারী নির্যাতন, মব সন্ত্রাস নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সরকার এসকল অপরাধ দমনে দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে না। সন্ত্রাসী-অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক’ আছে বলে দেশবাসীর সাথে তামাসা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এহেন আচরণে দুস্কৃতিকারীরা প্রশ্রয় পাচ্ছে। এই পরিস্থিতির দায় সরকারও এড়াতে পারে না।
বিবৃতিতে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।