Friday, March 14, 2025
Homeআঞ্চলিক চৌগাছায় আবারো হত্যাকাণ্ড , এবার লাঠির আঘাতে স্ত্রীকে হত্যা করল স্বামী

 চৌগাছায় আবারো হত্যাকাণ্ড , এবার লাঠির আঘাতে স্ত্রীকে হত্যা করল স্বামী

চৌগাছা পৌর প্রতিনিধি

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে এবার স্বামীর লাঠির আঘাতে রেকসোনা খাতুন (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রেকসোনা খাতুন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী রাকিবুল ইসলাম সিজার (৩৫) নারায়ণপুর গ্রামের মৃত আব্দার রহমানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছেন।

রাকিবুলের শারীরিক প্রতিবন্ধী মা শাহানাজ বেগম জানান, রেকসোনা ছিলেন তার ছেলের দ্বিতীয় স্ত্রী। রাকিবুলের প্রথম স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন এবং তাদের একটি সন্তান রয়েছে। রেকসোনাকে নিয়ে রাকিবুল চৌগাছা শহরের জুয়েল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। রেকসোনা গৃহপরিচারিকার কাজ করতেন, আর রাকিবুল ছিলেন রাজমিস্ত্রী।

কয়েকদিন আগে রাকিবুল ও রেকসোনার মধ্যে ঝগড়া হয়, যার জেরে রাকিবুল গ্রামে ফিরে আসেন। রোববার রাতে রেকসোনাও গ্রামে চলে আসেন। সোমবার সকালে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিবুল রেকসোনাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযুক্ত রাকিবুলের মা জানান, তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তবু কোনোভাবে বাইরে গিয়ে দেখেন, রেকসোনার নিথর দেহ মাটিতে পড়ে আছে, পাশে পড়ে আছে রক্তমাখা বাঁশের লাঠি।

এদিকে, রেকসোনার ভাড়া বাড়ির মালিক জুয়েল ঘটনাস্থলে গিয়ে তার ফোনে কল দিলে রান্নাঘর থেকে রেকসোনার ফোনের রিংটোন ভেসে আসে। পুলিশ ফোন দুটি উদ্ধার করেছে।

 স্থানীয়রা জানান, রাকিবুল ও রেকসোনা কবে বিয়ে করেছেন, সে বিষয়ে তারা জানতেন না। তবে মাঝেমধ্যে তারা গ্রামে আসতেন এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত।

নিহতের বাবা সানোয়ার হোসেন বলেন, আমরা কিছুই জানতাম না। সংবাদ পেয়ে এসে দেখি আমার মেয়ের লাশ পড়ে আছে।

 চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের কপালের বাম পাশে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত রাকিবুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।

 চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এদিকে, চৌগাছায় একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে, ৮ মার্চ ভোররাতে উপজেলার পাতিবিলা গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে খুন হন শরিফুল ইসলাম (৪০) নামে এক কৃষক। তবে তিনদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ছেলেকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একই উপজেলায় পরপর দুটি হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত