সত্যপাঠ ডেস্ক
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্যাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে সহযোগিতার অভিযোগে পান্নু মোল্যার ভাবি শারমিন বেগমকেও (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
অভিযুক্ত পান্নু মোল্যা লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ার সোনা মিয়ার ছেলে এবং অপরজন পান্নু মোল্যার ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম।
এ ঘটনায় সোমবার দুপুরে ওই শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন। মামলা রুজু হওয়ার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত পান্নু ও তার সহোযোগী ভাবীকে গেফতার করেছে পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ধর্ষন চেষ্টার ঘটনায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে ওই শিশুটি। এরপর পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করে। ওই শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে যান। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই শিশুটির পিতা বলেন, ‘আমার ছোট শিশুটি পান্নু মোলার বাড়িতে বরই কুড়াতে গিয়েছিলো। আমার মেয়েকে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, আয়াজ মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর মামলা না করতে ভয়ভীতি দেখায়। সোমবার আমার স্ত্রী মামলা করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণসহ যৌন হয়রানী উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। যৌন হয়রানী রোধে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে যৌন হয়রানী রোধ করা কঠিন হয়ে পড়বে।’
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।