সত্যপাঠ রিপোর্ট
পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে র্যালি হয়েছে। শনিবার সকালে র্যালিটি অনুষ্ঠিত হয়।
জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওনের নেতৃত্বে জেলা মডেল মসজিদের ইমামসহ যশোর সদর উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ১৫০ শতাধিক ইমামসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। র্যালিটি জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপ জেলা মডেল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।