Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযশোরপালবাড়ী টু মণিহার সাড়ে ৪ কিলোমিটার সড়ক , চার লেনে সাড়ে...

পালবাড়ী টু মণিহার সাড়ে ৪ কিলোমিটার সড়ক , চার লেনে সাড়ে ৪ কোটি টাকা ব্যয় ধরে প্রস্তাবনা

 

মোকাদ্দেছুর রহমান রকি

যশোর শহরতলী পালবাড়ী থেকে শহরের মণিহার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক চারলেন এ উন্নিত করনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৪ লেন করতে যে প্রক্রিয়া গ্রহনের প্রয়োজন তা যশোর সড়ক বিভাগ থেকে প্রস্তাবনা দিয়ে মন্ত্রানালয় প্রেরণ করা হয়েছে। এই সাড়ে ৪ কিলোমিটার সড়ক চার লেন এ উন্নিত করতে ব্যয় হবে ধরা হয়েছে প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা। এই প্রক্রিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে সড়কের দুই পাশে প্রসস্ত করতে ২ হেক্টর জমি অধি গ্রহন করা হতে পারে। যশোর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে যশোর শহরের চারিপাশের মধ্যে প্রায় তিন পাশের সড়ক উন্নয়নে সড়ক প্রসস্ত করনের কাজ সম্পন্ন হয়েছে। শহরের উত্তরে এই সড়ক চার লেন এ উন্নিত করণ হলে শহরের চারিপাশ যোগাযোগের ক্ষেত্রে অন্য এক যুগান্তকারী ভূমিকা রাখবে। যশোর শহরের পশ্চিম পাশে পালবাড়ী থেকে চাঁচড়া, দক্ষিণ পাশে চাঁচড়া থেকে মুড়োলী হয়ে রাজারহাট, পূর্ব পাশে রাজার হাট মুড়োলী হয়ে মণিহার এলাকা পর্যন্ত সড়ক প্রসস্ত করনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

সড়ক বিভাগ সূত্রে আরো জানাগেছে, পালবাড়ী থেকে মণিহার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক প্রসস্ত করনে সড়ক ও জনপথ বিভাগ থেকে পাঠানো প্রস্তাবনা গত বছরের নভেম্বর মাসে মন্ত্রনালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সময় সড়ক বিভাগ থেকে সড়ক উন্নয়নে পালবাড়ী থেকে মণিহার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কে পুরাতন কসবা ঢাকা রোড ও বারান্দীপাড়া ঢাকা রোডের উপর দিয়ে নতুন করে দু’টি সেতু নির্মান সড়কের দু’ধারে প্রসস্ত করনের প্রস্তাবনা দিয়ে মন্ত্রনালয়ে পাঠানো যাচাই বাছাই হয়ে এক সিদ্ধান্ত গ্রহনে উপনীত হন।

নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া আরো বলেন, এই সড়ক উন্নিত করনে ওই অঞ্চলের উপকার ভোগীদের মতামতের প্রয়োজনীয়তা রয়েছে। মন্ত্রনালয় প্রস্তাবনা যাচাই বাছাই সম্পন্ন করে ওই সড়ক করার প্রয়োজনীয়তায় ওই অঞ্চলের উপকার ভোগীদের নিয়ে অতিদ্রুতই যশোরে মিটিং করে মিটিংয়ের আলোচ্য বিষয় মন্ত্রনালয় পাঠানোর কথা বলা হয়েছে।

যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এ প্রতিবেদককে জানান, পালবাড়ী, যশোর শিক্ষাবোর্ড (বোর্ড অফিস) হয়ে মণিহার পর্যন্ত সড়কটি ফোর লেন উন্নিত করনের ক্ষেত্রে উপকার ভোগীদের মতামত মন্ত্রনালয়ে প্রেরণের পর উক্ত সড়ক ফোর লেন করার সিদ্ধান্ত চুড়ান্ত অনুমোদন হলে উন্নিত করনের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরো জানান, এই সড়ক ৪ লেনে উন্নতি করণ প্রক্রিয়া চলতি বছরে হওয়ার সম্ভবনা রয়েছে। সাড়ে ৪ কিলোমিটার এই সড়কটি ৪ লেনে উন্নিত হলে যশোর ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনাসহ দেশের সড়কগুলোর সাথে যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা রাখবে। সড়ক উন্নয়নে যে ব্যয় ধরে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটা মন্ত্রনালয় থেকে পাশ হওয়ার পর টেন্ডারের প্রক্রিয়া শুরু হবে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার এই সাড়ে ৪ কিলোমিটার সড়কটি ৪ ফোর লেন এ উন্নয়নের কাজ করবেন। এই সড়কটি চারলেন এর উন্নতি হলে এই সড়ক ব্যবহারকারী যানবাহন মালিক ও শ্রমিকেরা অনায়াসে তাদের ব্যবসা প্রসারিত হবে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত