সত্যপাঠ রিপোর্ট
বিশিষ্ট শিক্ষাবিদ, যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘সন্তানদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি নিজেদেরকেও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। শিশুদেরকে সময় দিতে হবে। তারা যখন পড়তে বসে তাদের পাশে বসে মোবাইল না টিপে সন্তানের পড়াশোনার দিকে খেয়াল দিতে হবে। তাহলে সেই সন্তান পড়ালেখায় ভালো হবে।’
সোমবার যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে কোন নৈতিক শিক্ষাই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না। আগে সব বইতে কবিতা থাকতো, মনীষীদের কাহিনি থাকতো।
গুরুজনদরে প্রতি নিষ্ঠা ও ভক্তির শিক্ষা থাকতো। কিন্তু এখন সেসব নেই। এসব আবার ফিরিয়ে আনতে হবে।’ এতে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রবীর মিত্র। বক্তব্য রাখেন- ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনজুরুল হক খোকন, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক সামসুন্নাহার সালমা, যুগল চন্দ্র পোদ্দার, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মাসুদ হোসেন মোর্তজা, সদস্য ইমরান হোসেন প্রমুখ।