Thursday, March 13, 2025
Homeআঞ্চলিকযশোরআইইডির উদ্যোগে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন

আইইডির উদ্যোগে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন

  • সত্যপাঠ ডেস্ক
  • জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আয়োজনে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়।
  • চূড়ান্ত পর্বে ‘সামাজিক অসচেতনতাই কিশোর অপরাধের একমাত্র কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে সখিনা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা রাইয়ান ইকরা, জুবাইদা রাসেল জয়া, সাদিকা আফরিন এবং বিপক্ষে যশোর জিলা স্কুলের শিক্ষার্থী দলনেতা রুদ্র রায়, আবিদ আনোয়ার ও শুভজিৎ সরকার অংশগ্রহণ করে। বিতর্কে বিজয়ী হয় যশোর জিলা স্কুল।
  • বিচারকের দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহ, নারী নেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ, অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান বায়জিদ মাহামুদ অভি।
  • পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। সভাপতিত্ব করেন এ বিতর্ক পরিচালনা পর্ষদের আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাবিবুর রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এমএম তৌহিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট মোস্তফা হুমায়ন কবীর ও আইইডির যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। সঞ্চালনা করেন আইইডি যশোরের উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজল।
এই বিভাগের আরো সংবাদ

আলোচিত