একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল
বিশেষ প্রতিনিধি
যশোরে তারুণ্যের উৎসব উপলক্ষে শামস্-উল হুদা ফুটবল একাডেমির আয়োজনে অনূর্ধ্ব-১৮ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শামস্-উল হুদা ফুটবল একাডেমি। তারা মাগুরা ফুটবল একাডেমিকে হারিয়েছে ৮-০ গোল ব্যবধানে।
এর আগে শামস্-উল হুদা ফুটবল একাডেমি সেমিফাইনালে ৫-০ গোলে খুলনা ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মাগুরা ফুটবল একাডেমি ১-০গোলে জয় পেয়ে ফাইনালে পা রাখে।
ফাইনালে একক আধিপত্য বজায় রাখে স্বাগতিকরা। তারা আক্রমনের পর আক্রমন গড়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে সব সময় ব্যতিব্যস্ত করে রাখে। মাগুরা ফুটবল একাডেমির আক্রমনভাগ মাঝে মধ্যে দুই একবার গোলমুখে গেলেও তা থেকে কোন সুফল বয়ে আনতে পারেনি।
স্বাগতিক শামস্-উল হুদা ফুটবল একাডেমি প্রথম গোল মুখ খোলে ২৮ মিনিটে। কর্ণার কিক থেকে দারুণ হেডে গোলটি করেন তারেক। ৩৯ মিনিটে ডানপ্রান্ত দিয়ে গড়া আক্রমন থেকে দ্বিতীয় গোলটি আদায় করে নেন বাপ্পি। ৪৫ মিনিটে তৃতীয় গোলটি করেন স্বপন। ৪৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন বাপ্পি। এটি ছিল তার দ্বিতীয় গোল।
বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন মহিন। ষষ্ঠ গোলটি আসে ম্যাচের ৬৩ মিনিটে। এ গোলটি করেন আহসান। সপ্তম গোলটি করেন ৬৭ মিনিটে রাব্বি আর ৭৫ মিনিটে অষ্টম গোলটি করেন আহসান। এটি ছিল তার দ্বিতীয় গোল।
ম্যাচ শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। শামস্-উল হুদা ফুটবল একাডেমির সহসভাপতি মোহাম্মদ শফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এম, এ লতিফ শাহরিয়ার জাহেদী। এ সময় উপস্থিত ছিলেন শামস্-উল হুদা ফুটবল একাডেমির পরিচালক এডমিন শামস্-উল বারী শিমুল, সদস্য সচিব মাসুদুর রহমান টনি ছাড়াও ক্রীড়া সংগঠকরা।