ঝাঁপা প্রতিনিধি
মণিরামপুর উপজেলা রাজগঞ্জ বাজার জিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তন হলে ‘যুক্তির আলোকে এসো, গড়ে তুলি আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজগঞ্জ ডিবেটিং সোসাইটির আয়োজনে শনিবার দিনব্যাপী এই বিতর্ক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিতর্ক ও প্রশিক্ষণ কর্মশালায় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা অনেক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মডারেটর ও অ্যাডমিনিস্ট্রিটিভ অফিসার জনাব আলমগীর হোসেন লাচ্চু।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মনিরামপুর উপজেলা ছাত্রদলের সন্মানিত সদস্য জনাব ফিরোজ আহমেদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিফ মডারেটর জনাব মুতাছিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষক উপস্থিত ছিলেন, নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজর প্রভাষক জনাব আসিফ শাহরিয়ার শিহাব। খেদাপাড়া গাঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী বাংলা প্রভাষক জনাবা শিরিন সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স কো-কনভেনর জনাব ওমর ফাইয়াজ তামিম।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসাইন। এই প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদয় উপস্থিত ছিলেন।