Friday, March 14, 2025
Homeসাহিত্য-সংস্কৃতিসুরধুনী যশোরের বসন্ত বরণ

সুরধুনী যশোরের বসন্ত বরণ

সত্যপাঠ রিপোর্ট

সুরধুনী সংগীত নিকেতন যশোরের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠান হয়েছে। ফাল্গুনের দ্বিতীয় সন্ধ্যায় শনিবার ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে ‘ফুল ফাগুনের এলো মরসুম বনে বনে লাগলো দোল’ এই শিরোনামে বসন্ত বরণের এ আয়োজনে ছিল সঙ্গে নৃত্য আর আবৃত্তি। বিকেল গড়ানোর সাথে সাথেই অনুষ্ঠানের শুরু আর শেষ হতে বাজে সন্ধ্যা সাড়ে সাতটা।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলুর শুভেচ্ছা বক্তব্যের পরেই সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়..’। সব শেষে বাঁধন ও সৌমিকের যৌথ কণ্ঠে জীবনমুখী সংগীতের মধ্যদিয়ে। সাড়ে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী শিল্পী অংশ নেয়।

অনুষ্ঠানে সংগীতে অংশ গ্রহণ করে আদ্রিতা মহিমা, তাওহীদ, অংকন, প্রজ্ঞা, বুশরা, স্বচ্ছ, চয়নিকা, অর্পিতা, তন্বী, অংকনা, পরম, শ্রেয়া, মেঘা, তিথী, সৃজিতা, শিল্পী, ফাল্গুনী, সপ্তর্ষি, শারমিন, শ্যামলী, অন্য, কৃষ্ণা, ললিতা, ডলি, তাওহীদ, বিজয়া, শচীন, সুমন, বাঁধন, সৌমিক প্রমুখ।

যন্ত্র সঙ্গীত তবলায় অমিতাভ, মোহন, প্রান্ত ও সুজন, কিবোর্ডে- অমলেন্দু, অক্টো-প্যাডে- সুমন এবং গিটারে- অজয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাজমুন নাহার।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত