Thursday, April 24, 2025
Homeসারাদেশডুমাইনে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির চুক্তি স্বাক্ষর ও দলিল হস্তান্তর অনুষ্ঠান

ডুমাইনে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির চুক্তি স্বাক্ষর ও দলিল হস্তান্তর অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় ফরিদপুরের মধুখালী উপজেলায় ডুমাইন ইউনিয়নে ডুমাইন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কর্তৃপক্ষের মধ্যে এক দ্বি-পক্ষীয় হস্তান্তর চুক্তি স্বাক্ষর ও দলিল হস্তান্তর অনুষ্ঠান ডুমাইন সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি অফিসে বুধবার অনুষ্ঠিত হয়।

 প্রথমে সমিতির কর্তৃপক্ষ চুক্তিপত্রে সহি-স্বাক্ষর করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিকট হস্তান্তর করেন এর পর কর্তৃপক্ষরা সমিতির কর্তৃপক্ষের নিকট দলিল মূলে দলিল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রকৌশলী সোহেল রানা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা এর সহকারী প্রকৌশলী জুয়েল মোল্যা. ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম. সামিউল ইসলাম, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোসিওলোজিষ্ট মুস্তাক আহম্মেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগের আইপিএস কাওছার মোল্যা সহ কৃষি, মৎস্য ফ্যাসিলেটর, ডুমাইন সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি এম তোফায়েল আহম্মেদ, সাধারন সম্পাদক এস.এম. সোহাগ রানা, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী শেখ, বিএনপি নেতা আজাহারুল ইসলাম লিঠু আরও সমিতির সদস্যবৃন্দ প্রমুখ

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত