Thursday, April 24, 2025
Homeআঞ্চলিক বছর পার হলেও মেরামত হয়নি সড়ক, চলাচলে ভোগান্তি

 বছর পার হলেও মেরামত হয়নি সড়ক, চলাচলে ভোগান্তি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পৌরসভার প্রধান ফটকের সামনে থেকে দুই পাশের সড়ক মেরামতের জন্য বিগত বছর খানেক আগে খুড়ে রাখলে ও মেরামত না হওয়ায় জনগনের চলাচলের ভোগান্তির শেষ নেই। বেনাপোল সোনালী ব্যাংকের উত্তর পাশ থেকে বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার সড়ক পৌরসভার অন্তর্ভুক্ত। এই দেড় কিলোমিটার সড়ক মেরামতের জন্য ৬ লাখ টাকা ব্যায় করে খুড়া খুড়ি করে রুলার দিয়ে সমান করে রাখে বছর খানেক আগে।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসার পর বাতিল করে দেয় সকল জেলা উপজেলা পৌর সভার নির্বাচিত জনপ্রতির পদ। তবে বেনাপোল পৌর সভার উন্নয়নের জন্য আগামি ২৪/০৪/২০২৫ ইং তারিখে রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিযাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (জটঞউচ) এর সাথে ২৪০ কোটি টাকার একটি চুক্তি হবে এলজিইডির সাথে এমন তথ্য পাওয়া গেছে। তবে এটি বিশ্ব ব্যাংকের অর্থায়ন।

বুধবার বিকালে পৌর সভার সড়কের বেহাল দশার অবস্থা সম্পর্কে পৌর সভার নকশাকারক মফিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ২০২৪ সালের ৪ আগষ্ট বেনাপোল পৌর সভার বাজেট পাশ হয়। তবে খানা খন্দক হয়ে যায় বেনাপোল পৌরসভার এ সড়কটি।

তার জন্য পৌর সভা থেকে ৬ লাখ টাকা ব্যায় করে ওই খানা খন্দক সমান করা হয়। পৌরসভার বাজেট পাশ হলে ওই সড়ক সহ অন্যান্য সড়ক মেরামত করা হবে বলে সোনালি ব্যাংক থেকে দেড় কিলোমিটার সড়ক সমান করা হয়। দুর্ভাগ্য বশত ৫ আগষ্ট সরকার পতন হলে নির্বাচিত জনপ্রতিনিধিও বাতিল হয়ে যায়। যার ফলে দীর্ঘ দিন অতিবাহিত হলেও সড়কটি মেরামত করা হয়নি। যার ফলে ছোট খাট পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বেনাপোল পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, নতুন বাজেট পাশ না হলে ওই সড়ক মেরামত করা সম্ভব না। মানুষ চলাচলের জন্য খানাখন্দক সড়কটি পৌরসভা থেকে ৬ লাখ টাকা ব্যায়ে সমান করা হয়। এর পর বাজেট না থাকায় সড়কটি মেরামত সম্ভব হচ্ছে না। তবে আগামিকাল পৌর প্রশাসক এলজিইডির সাথে একটি চুক্তি করবে।

সরকারী চিঠি অনুযায়ী আর ইউ টি ডিপি প্রকল্প বেনাপোল পৌর সভার প্রশাসকের সাথে (উপজেলা নির্বাহী অফিসার) ২৪০ কোটি টাকার চুক্তি করবে। এটাকে বলে (গড়ঁ) মেমোরেন্ডাম অফ আন্ডারষ্টান্ডিং।

বেনাপোল পৌর সভার আব্দুল্লাহ আল মাসুম রনি বলেন, বেনাপোল পৌর সভার একটি প্রকল্প পাশ হতে যাচ্ছে। এই প্রকল্পটি (জটঞউচ) প্রায় ২৪০ কোটি টাকার চুক্তি হবে। এ চুক্তি হয়ে বাজেট পাশ হওয়ার পর সকল প্রক্রিয়াধীন সড়ক সহ অন্যান্য কাজ দ্রুত সংস্কার করা হবে।

বেনাপোল পৌর প্রশাসক শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিফ হাসান জানান, আগামি কাল এল জি ইডি এর সাথে বেনাপোল পৌর সভার উন্নয়নের জন্য ২৪০ কোটি টাকার একটি প্রকল্পর হতে যাচ্ছে।

 

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত