Thursday, April 24, 2025
Homeআঞ্চলিককেশবপুরে পানির উৎস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

কেশবপুরে পানির উৎস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণে পানির উৎস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে ইনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টারের (ইপিআরসি) উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় এলাকার পানির উৎস রক্ষণাবেক্ষণ কমিটির ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গভীর নলকূপ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, ইপিআরসি’র ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ। এ সময় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শাহানাজ পারভীনসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত