Thursday, April 24, 2025
Homeসারাদেশফরিদপুরে ৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বন্ধ

ফরিদপুরে ৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বন্ধ

সত্যপাঠ ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসঙ্গে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় সমগ্র উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

 সোমবার বেলা ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে মাত্র ৫-৬ মিনিটের ঝড়ে উপজেলার সদর ইউনিয়নের ধলেরচর, শুকুরহাটা, ব্রাহ্মণজাটিগ্রাম, বিদ্যাধর ও পৌরসদরের কুসুমদি, মিঠাপুর, শ্রীরামপুর ও বাকাইল এলাকায় এই ঝড় আঘাত হানে।

ওই এলাকার বাসিন্দারা জানান, সকাল ১০টা থেকে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় হালকা দমকা হাওয়া বইতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ শুরু হয় কালবৈশাখী ঝড়।

ঝড়ের কারণে ধলেরচর, ব্রাহ্মণজাটিগ্রাম ও পৌরসদরের মধ্যে বিদ্যুতের অন্তত চারটি খুঁটি উপড়ে পড়ে। ফলে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ঝড়ে বেশ কয়েকটি ঘরের চাল উড়ে গেছে এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আলফাডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার ওয়ার্ডের বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

বিদ্যাধর গ্রামের বাসিন্দা সেকেন শেখ (৫৮) বলেন, ঘটনার অনেকক্ষণ আগে থেকেই চারদিক অন্ধকার হয়ে আসে মেঘে। এরপর হঠাৎ বাতাসে এই ঘটনা ঘটে যায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই সর্বনাশ হয়ে গেছে। তিনি বলেন, এখন সবার মোবাইলে চার্জ শেষের দিকে। তাড়াতাড়ি কারেন্ট চালু না হলে আমরা বিপদে পড়বো।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) সজিব পাল বলেন, কালবৈশাখী ঝড়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন ও পৌর এলাকার সাত থেকে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়া বিদ্যুতের লাইনের ওপর গাছপালা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগ ঝড়ের পর থেকে কাজ শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে। এ তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। তিনি বলেন, ঝড়ের পর থেকে সমগ্র উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত