বাঘারপাড়া প্রতিনিধি
বাঘারপাড়ায় মশার কয়েলের কারণে সর্বস্ব হারিয়েছেন এক দিনমজুর পরিবার। গোয়লঘরের মশার কয়েলের মাধ্যমে বসতঘরসহ গবাদিপশু পুড়ে গেছে। শনিবার রাত ১০ টার দিকে দোহাকুলা ইউনিয়নের খলশি গ্রামের দিনমজুর আজগর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ আজগার আলী তরফদার একই গ্রামের আবু বক্কর তরফদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লাগার সূত্রপাত। পাশাপাশি ঘর থাকায় মূহুর্তের মধ্যে সেখান থেকে বসতঘরে আগুন ধরে যায়। এসময় গোয়ালঘরে থাকা ১টি গরু আগুনে পুড়ে মারা যায়, অপর ১টি গরু দগ্ধ হয়। ঘরে থাকা ধান-চাউল, আববাবপত্র সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসময় আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘর, ঘরে থাকা ধান-চাউল, গৃহপালিত পশু, আববাবপত্র সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার জানান, আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে দিনমজুর আজগর তরফদারের। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে আজগর আলীর।
বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারনা করা হচ্ছে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।