বাঘারপাড়া প্রতিনিধি
বাঘারপাড়ায় অভিনব কৌশলে চুরি করতে গিয়ে যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেলসহ ছাগল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামের হাসান খানের ছেলে নিরব খান (২২) ও একই উপজেলার দরি মিঠাপুর গ্রামের মৃত বাকি বিল্লাহ শেখের ছেলে আকিদুল শেখ (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টায় একটি প্লাটিনা মোটরসাইকেলে (নড়াইল-হ-১২-৩৭৭৯) দুই যুবক ছাগল নিয়ে ভিটাবল্যা বাজারের তিন রাস্তার মোড় অতিক্রম করছিলো। চোর সন্দেহে টহলরত ভিটাবল্যা ক্যাম্পের পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশ।
বাঘারপাড়ার করিমপুর মাঠ থেকে ছাগলটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ছাগল চোর চক্রের ওই দুই সদস্য। পুলিশ আরও জানায়, তারা মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ পেলেই কৌশলে ছাগল তুলে নিয়ে চলে যায়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাগল চোরচক্রের দুই সদস্যকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।