সত্যপাঠ ডেস্ক
বিদেশে পাঠানোর নামে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর শহরতলীর খোলাডাঙ্গার বাসিন্দা সাদেকুর রহমানের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেনÍকিশোরগঞ্জের পুকুরিয়ার মজিতপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রফিকুন্নেছা, কুমিল্লার তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে নুর আলম শিপন এবং শরীয়তপুরের ডামুড্যার চরধানকাঠি গ্রামের নেকমত আলী সরদারের ছেলে ওয়াসিম।
মামলার অভিযোগে বলা হয়েছে, মেহেদী হাসানের সঙ্গে আসামি জাহাঙ্গীর আলমের পরিচয়ের সূত্র ধরে সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর জাহাঙ্গীর আলম অপর আসামিদের সঙ্গে মেহেদী হাসানের পরিচয় করিয়ে দেন। একপর্যায়ে আসামিরা মেহেদী হাসানকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে মেহেদী হাসানসহ আরও দুজনের ইতালি যাওয়ার খরচ বাবদ ২০২৪ সালের ২৫ এপ্রিল থেকে ২৫ অক্টোবরের মধ্যে আসামিদের ৪৫ লাখ টাকা পরিশোধ করেন।
আসামিরা দুই মাসের মধ্যে তাদের ইতালি নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। পরবর্তীতে মেহেদী হাসান টাকা ফেরত চাইলে আসামিরা নানা অজুহাতে তাকে ঘোরাতে থাকেন। সর্বশেষ, গত ২৮ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইলে আসামিরা তা দিতে অস্বীকৃতি জানান। টাকা ফেরত না পেয়ে অবশেষে তিনি আদালতে মামলা দায়ের করেন