Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযথাযোগ্য মর্যাদায় যশোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় যশোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সত্যপাঠ রিপোর্ট

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে যশোরে শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডভোকেট নাসিমা খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ, জয়তী সোসাইটি, বাঁচতে শেখাসহ বিভিন্ন নারী সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়েছে, তবে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। যেদিন নারীর নিরাপদে ও নির্বিঘ্নে ঘরের বাইরে যাওয়া ও ঘরে ফেরা নিশ্চিত হবে সেদিন নারী অধিকার পুরোপুরি নিশ্চিত হবে। তার আগ পর্যন্ত অনেক কাজ রয়েছে।

তারা আরও বলেন, প্রতিটি কন্যা শিশুর শিক্ষা নিশ্চিত করা, অথনৈতিকভাবে নারীকে স্বাবলম্বীকরণ, কাজের ক্ষেত্রে নারীদের

সমমজুরী নিশ্চিত করা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারী উন্নয়নে কাঙ্খিত সাফল্য আসবে না। নারী পুরুষ পারষ্পরিক সহযোগিতা ও সমমর্যাদার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল হাসান নারী দিবসের কবিতা আবৃত্তি করেন। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার যশোর কোতয়ালী মডেল থানায় নারীদের অভিযোগ ডেস্কে যোগাযোগ ও সেবা নেয়ার বিষয়ে অনুরোধ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস ও এনজিও কর্মকর্তা ইসমত আরা এশা।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়তী সোসাইটি ও এর নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জয়তী সোসাইটি’র উদ্যোগে র‌্যালি, চক্ষু ক্যাম্প, ইফতার বিতরণ এবং এর ৫৪টি নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে প্রথমে জয়তী সোসাইটি চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন জয়তী সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

এছাড়া জয়তী সোসাইটিতে পিকেএসএফ এর সহযোগিতায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা দেন ডা. তামান্না খান আভা। মোট ১০০জন কে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া হয়। এছাড়া জয়তী সোসাইটির বারীনগর ও চুড়ামনকাটি শাখা অফিসে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত