Friday, March 14, 2025
Homeআঞ্চলিকনড়াইলে ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা, ৩ নেতাকর্মী আহত

নড়াইলে ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা, ৩ নেতাকর্মী আহত

সত্যপাঠ ডেস্ক

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে তিনটি বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দু‘জনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্যা (৫৫), ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৪০) এবং নিউটন গাজী (৩৯)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা বাসষ্টান্ড এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। তবে কারা হামলা করেছে তা নিয়ে নানাধরনের আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ হামলাকারীদের সনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে ভুক্তভোগী নেতাকর্মীরা বসেছিলেন। হঠাৎ করে তাদেরকে লক্ষ্য করে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা তিন নেতাকর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে বোমা হামলায় আহত বলে মনে হয়েছে।

এদিকে এ হামলার ঘটনায় নিউটন গাজীর পক্ষ থেকে তার প্রতিপক্ষ সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখকে দায়ি করা হচ্ছে। তবে হামলার কিছুক্ষণ পর সাবেক এই ইউপি চেয়ারম্যান রাজধানী ঢাকা হতে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন।

নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, গোবরা এলাকায় বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত, বিষয়টি তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। তবে শনিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলঅ হয়নি। এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত