Friday, March 14, 2025
Homeআঞ্চলিককোটচাঁদপুর আন্তর্জাতিক নারী দিবস পালন

কোটচাঁদপুর আন্তর্জাতিক নারী দিবস পালন

আবু সুফিয়ান, কোটচাঁদপুর

‘অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ূম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শায়লা শারমিন, মডেল থানার উপ-পরিদর্শক আশিষ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমূখ।

বক্তারা বলেন, নারীর অধিকার রক্ষায় পুরুষের ভূমিকা অন্যতম কাজেই প্রতিটি পুরুষকেই নারীর অধিকার রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করতে হবে। একই সাথে নারীদেরকেও সচেষ্ট হতে হবে।

বক্তারা আরও বলেন ইসলাম নারীদের সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে। শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নারীর ক্ষমতায়ন ও সমতার মূল কারণ। বর্তমানে নারীর প্রতি নির্যাতন, ধর্ষন, বৈষম্য যা সমাজের সকল মানুষকে নিয়ে প্রতিরোধ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার নারীরা।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত