সত্যপাঠ ডেস্ক
জমি সংক্রান্ত বিরোধের জেরে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের যোগী গ্রামের মাঠ পাড়ায় মৃত আজহার বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম (৬০) চাচাতো ভাইয়েদের হাতে নিহত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১১ টায় সদর উপজেলার ওসমানপুর মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতরা হচ্ছেন, রাসেল (২৫), ইখলাস (৪০), বিল্লাল (৪৫) উভয় পিতা নুর ইসলাম। বর্তমানে জড়িতদেরকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় চাচাতো ভাইয়েরা তার ওপর হামলা চালিয়ে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা শহিদুল ইসলামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে রমেনা বেগম জানান, আমার বাবাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। এর আগেও বারবার বলতো তুই বেশি কথা বললে মেরে ফেলবো। আমি এই হত্যার বিচার চাই। যোগী গ্রামের সজিব জানান, কোদাল দিয়ে মাথা আঘাত করেছে। গাড়িতে উঠার আগেই মনে হয় মারা গেছে। মাথা ফেটে গেছে। নিহতের ছেলেকেও মাজায় বাড়ী মারছে। অনেকদিন ধরে এদের নিজেদের মধ্যে এ জমা জমি নিয়ে ঝামেলা চলছে।
আফরোজা খানম ইতি জানান, যে মারা গেছে সে আমার বড় ভাষুর।দুই পক্ষই একি গোষ্ঠীর। এরা সবাই আপন চাচাতো ভাই। কয়েকদিন ধরেই মাঠে জমা জমি নিয়ে ঝগড়াঝাটি হয়ে আসছে। আজকে ধানের জমিতে পানি নিতে যেয়ে এ হত্যা।
এই ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে ব্যাপক অভিযান শুরু করে।
থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে নিহতের চাচাতো ভাই বিল্লাল, একলাছ ও রাসেলকে। আটকরা সবাই যোগীমাঠপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহতদের সাথে তার চাচাতো ভাইয়েদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। শনিবার সকালে মাঠে পানি দেওয়া নিয়ে আর একবার তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়েই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।