Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযশোরে একসঙ্গে ৪ সন্তান জন্ম 

যশোরে একসঙ্গে ৪ সন্তান জন্ম 

সত্যপাঠ রিপোর্ট

যশোরের আদ্ দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি। চিকিৎসকরা যখন আল্ট্রাসনো রিপোর্টে গর্ভে দুই সন্তান থাকার কথা জানিয়েছিলেন, তখন ৪টি সন্তান জন্ম নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সিজারের মাধ্যমে ১ পুত্র ও ৩ কন্যা সন্তানের জন্ম হয়। সিয়াম নামের শিশুপুত্রের জন্ম হলেও মেয়েদের নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিবারটির এই অবিশ্বাস্য ঘটনার পেছনে রহস্য উদঘাটন হয়েছে, যদিও ঘটনাটি বিরল হলেও চিকিৎসকরা জানিয়েছেন, এটা অসম্ভব নয়।

আলহামদুলিল্লাহ, মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং হাসপাতালে বিশেষ যত্নে রাখা হয়েছে। তবে, চার সন্তানের দায়িত্ব নিয়ে দম্পতি কিছুটা চিন্তিত হলেও তারা আনন্দিত।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত