Friday, March 14, 2025
Homeআঞ্চলিককালীগঞ্জের ফাতেমা (প্রা.) হসপিটালে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু

কালীগঞ্জের ফাতেমা (প্রা.) হসপিটালে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের “কসাইখানা” নামে পরিচিত ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা (প্রা.) হাসপাতালে ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত উৎস ভট্টাচায্য সরকারি মাহাতাব উদ্দিন কলেজের এইচ এস সি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র।

নিহতের স্বজনরা জানায়, নাকের পলিপাস অপারেশনের জন্য বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা (প্রা.) হসপিটালে ভর্তি হন উৎস ভট্টাচার্য্য। ওই রাতেই ফাতেমা (প্রা.) হাসপাতালের চিকিৎসক কাজি রাজিবুল ইসলাম তার অপারেশন করেন। অপারেশনের পর সকাল পর্যন্ত তার জ্ঞান না ফেরায় শুক্রবার তড়িঘড়ি করে যশোরে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে যশোর নেয়ার পথে সকাল আনুমানিক সকাল ৯ টায় তার মৃত্যু হয়।

নিহত উৎস ভট্টাচার্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়নের উজ্জ্বল ভট্টাচার্যের ছোট ছেলে।

এদিকে মৃত্যুর পর রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের ভাই অনিমেষ ভট্টাচার্য্য বলেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু অপারেশনের পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে যশোরে নেয়ার পথে মারা যায়।

ফাতেমা (প্রা.) হাসপাতালের নির্বাহী পরিচালক একরামুল হক বলেন, রোগীটির অপারেশনের পর আর জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে এমনটি ভেবেছিলাম, কিন্তু রুগীর অবস্থার অবনতি হলে আমরা তাকে যশোর পাঠাই। পথিমধ্যে সে মারা যায়।

এদিকে এ ব্যাপারে মন্তব্য জানতে কর্তব্যরত চিকিৎসক কাজি রাজিবুল ইসলাম কে ফোন করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন আমার কাছে লিখিত একটি অভিযোগ আসছে আমি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কালিগঞ্জের কসাইখানা নামে পরিচিত এই ফাতেমা হসপিটালে প্রায়ই রোগীর মৃত্যু হয়। এবং ক্লিনিক মালিক মোটা অংকের বিনিময়ে সবকিছু দফারফা করে থাকেন। আর কত মৃত্যু হলে প্রশাসন এই ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে কঠোর হবে?

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত