Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযশোরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান যোগদান করবেন

যশোরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান যোগদান করবেন

বিশেষ প্রতিনিধি

যশোরে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন রওনক জাহান। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেন। এর আাগে তিনি ডিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। নারী ওই পুলিশ সুপার নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

রওনক জাহান যশোরে প্রথম নারী পুলিশ সুপার হয়ে ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। যশোর জেলার যে ক’জন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি তার মধ্যে একমাত্র নারী পুলিশ সুপার। তিনি ২৭ বিসিএস ক্যাডার। নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান।

রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

যশোরের নতুন নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে এ জেলার মানুষ ধারণা করছেন। এদিকে যশোরের বর্তমান পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত