Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযশোরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

যশোরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সত্যপাঠ ডেস্ক

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি।

তিনি এ সময় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন সেবার ব্রত নিয়ে। আমাদের আদর্শের জনককে হৃদয়ে ধারণ করে আমরা স্বেচ্ছাসেবক দল করি। দেশের মানুষের দুর্যোগ দুর্বিপাকের সময় বিএনপির নেতাকর্মীরা সবসময় তাদের সাধ্যমতো সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। বর্তমান দ্রব্যমুল্যের দাম আকাশ চুম্বি। দুঃস্থ অসহায় মানুষদের নিত্যপন্য কিনতে অসহনীয় হয়ে দাড়িয়েছে। তার সমস্যা সমাধানে পাশে দাঁড়িয়ে আমরা তাদের সাহায্য করতে চেষ্টা করেছি।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অন্যান্য

অতিথিদের মধ্যে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী, শহিদুল বারী রবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত