Friday, March 14, 2025
Homeআঞ্চলিক রাজারহাটে বেইলি ব্রীজের উদ্বোধন করলেন ইউএনও

 রাজারহাটে বেইলি ব্রীজের উদ্বোধন করলেন ইউএনও

সত্যপাঠ ডেস্ক

যশোর সদর উপজেলার রাজারহাটে জনদুর্ভোগ নিরাশনে ভৈরব নদের উপর নবনির্মিত বেইলি ব্রীজের উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন ২ লাখ মানুষ চলাচলের দুর্ভোগ লাঘবের জন্য সদর উপজেলার উদ্যোগে সোমবার বেলা ১২ টায় ব্রীজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা প্রকশলী আসিফ রেজা চৌধুরী।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিলায়েত হোসেনের সার্বিক সহযোগিতা আরো উপস্থিত ছিলেন, কচুয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী লেকত হোসেন, ফতেপুর ইউনিয়নের ফারুক হোসেন, বিপুল হোসেন, শাহিন হোসেন, কচুয়া গ্রামের আবু বক্কর, আকবর আলিসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিলায়েত হোসেন বলেন, বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের দুঃখ ও দুর্দশার কথা চিন্তা করে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে এ কাজটি হাতে নিয়েছিলেন। মূল ব্রীজে যে অবকাঠামো কাজ থেমে আছে বিভিন্ন ঝামেলাগুলো সহজে কিভাবে লাঘব করা যায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে ইতোমধ্যে উপস্থাপন করেছেন।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, পূর্বে তিনি এই ব্রিজ দেখতে এসে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে অস্থায়ী সমাধানের জন্য এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটি সাময়িক ২ থেকে ৩ বছর চলবে বলে জানান তিনি। পরে তিনি এর একটি স্থায়ী সমাধান বের করবেন বলে আশ্বাস প্রদান করে তিনি।

তিনি আরো বলেন, নদী বাঁচাও আন্দোলনের যে সমস্ত নেতারা আছে তারা তো এই অঞ্চলের মানুষ। মূল সেতু নির্মাণের যে প্রতিবন্ধকতায় আটকে আছে তারা যদি মামলাটি তুলে নেয় তাহলে দ্রুত সমস্যা সমাধান হবে এই অঞ্চলের মানুষের জন্য

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত