Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযশোরে কতর্ব্যরত ট্রাফিক কনস্টেবলকে কিল ঘুষি মারার অভিযোগে মামলা

যশোরে কতর্ব্যরত ট্রাফিক কনস্টেবলকে কিল ঘুষি মারার অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি

কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যকে তুচ্ছ বিষয় অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায় কিল ঘুষি ও সরকারি পোশাক টাকা হেচড়া করে ছিড়ে ফেলার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর ট্রাফিক অফিসে কর্মরত পুলিশ কনস্টেবল ১৭১১ কেএম শরিফুল ইসলাম। মামলায় আসামী করেন, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার শাহিনের ছেলে শাওন ইসলাম ওরফে সবুজসহ অজ্ঞাতনামা ১জন। ঘটনার পরপর স্থানীয় জনগনের সহায়তায় পুলিশ শাওনকে গ্রেফতার করেছে। তাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সবুজ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা বলে জানাগেছে।

মামলায় পুলিশ কনস্টেবল কেএম শরিফুল ইসলাম শনিবার বিকালে শহরের হাসপাতাল মোড়ে ট্রাফিক অফিসের মেইন গেটের বাম পাশে রাস্তার, উপর উক্ত শাওন ইসলাম সবুজসহ তার সহযোগী অজ্ঞাতনামা একজন একটি পালসার মোটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং (যশোর ল-১৪-০৪৫২) রাখে। ফলে জনসাধারনের যাতায়াতের অসুবিধাসহ রাস্তায় যানজট সৃষ্টি হয়।

কনস্টেবল মোটর সাইকেলের পাশে যেয়ে সবুজকে মেইনগেট ও ফুটপাত বন্ধ হওয়াসহ জনসাধারনের চলাচলের বিঘ্ন সৃষ্টি হওয়ায় উক্ত যুবককে গাড়ীটি সরানোর জন্য বলে। তখন উক্ত যুবক পুলিশ কনস্টেবলের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে। হঠাৎ করে উক্ত যুবক ও তার সহযোগী অজ্ঞাতনামা ১জন পুলিশ কনস্টেবলের উপর ক্ষিপ্ত হয়ে কোন কথাবার্তা না বলে আক্রমন করে এলোপাতাড়ী কিল-ঘুষি মারতে থাকে। নিজেকে রক্ষার জন্য বাধা প্রদান করলে শরীরের সরকারি পোশাক টান দিয়ে ছিড়ে ফেলে।

এ সময় শরীরের বিভিন্ন স্থানে ও নাকে ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। বাদি প্রানের বাঁচার জন্য ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন কর্তব্যরত এটিএসআই আনারুল ইসলাম এগিয়ে আসলে উক্ত যুবক বাদিকে প্রাণ নাশের হুমকী দিতে থাকে। স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত সবুজকে গ্রেফতার করে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত