Friday, March 14, 2025
Homeআঞ্চলিকসদরের মুড়লী মোড়ে একটি ওয়ার্কসপে চুরি, মালামালসহ আটক ১

সদরের মুড়লী মোড়ে একটি ওয়ার্কসপে চুরি, মালামালসহ আটক ১

বিশেষ প্রতিনিধি

সদর উপজেলার মুড়লী মোড় ওয়ার্কসপ পট্টি রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিষ্ঠানে গভীর রাতে চুরির ঘটনায় হাবিবুর রহমান হাবিব নামে এক চোর চোরাই মালামালসহ গ্রেফতার হয়েছে। সে যশোর শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়া, আমতলা ডেইজি মেম্বারের গলির মধ্যে হেলেনার বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া হামিদুর রহমান শেখ এর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় গভীর রাতে মামলা হয়েছে। মামলাটি করেন, উক্ত প্রতিষ্ঠানের মালিক শহরের বকচর কবরস্থান রোড, খুলনা রোড, করিম পাম্পের সামনে বর্তমানে মুড়লী খুলনা রোড এলাকার আফসার আলীর ছেলে রাসেল গাজী।

মামলায় বাদি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারী শুক্রবার গভীর রাত অনুমান ১ টার সময় উক্ত প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। একই দিন সকাল ৬ টার সময় নাইটগার্ড অহেদ ফোনে মাধ্যমে জানান, উক্ত আসামী বাদির দোকানের ভিতরে ঢুকে দোকান হতে চুরি করে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তৎক্ষনিক বাদি দ্রুত তার প্রতিষ্ঠানে এসে দেখেন দোকানের শার্টার খোলা। বিভিন্ন জিনিসপত্র তছনছ অবস্থান পড়ে আছে। দোকান হতে নগদ ২৩ হাজার ৭শ’ টাকা, ১৭টি পিতলের বুশ, যার মূল্য ৫, ৫০০ টাকা নেই। উক্ত আসামীকে শনিবার রাত পৌনে ৩ টায় শহরের বিসিএমসি প্রকৌশলী ও প্রযুক্তি মহাবিদ্যালয় (ঢাকা রোড) এর সামনে থেকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে একটি ছোট বাজারের ব্যাগের মধ্যে থেকে ৩টি বক্সে ১২টি পিতলের বুশ ও লুজ ৫টি মোট ১৭টি পিতলের বুশ যার মূল্য ৫, ৫০০ টাকা এবং উক্ত চোরের পকেটে থাকা নগদ ৩হাজার টাকা উদ্ধারসহ গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা চোর হাবিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছেন।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত