সত্যপাঠ রিপোর্ট
শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে যশোরে বিনা ফিসে যুব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য ফ্রিল্যান্সিং ট্রেনিং উদ্ধোধন করা হয়েছে।
শহরের স্টেডিয়াম রোডে সহায় কম্পিউটার একাডেমীর প্রশিক্ষণ কক্ষে অধ্যক্ষ মোস্তাক মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আইসিটি অফিসার ফারুক হোসন, যুব উন্নয়ন অধিদপ্তরের ট্্েরনিং অফিসার হারুন অর রশিদ, সফল ফ্রিলান্সার বাধন আচার্য এবং কর্মসংস্থান ব্যাংকের অফিসার জনাব মেহেদী হাসান। বক্তাগণ বলেন বর্তমান সময়ে অনেক যুব কিশোর ও ছাত্ররা রাতে বাড়ী বসে বসে ফ্রি ল্যান্সিং করে অনেক টাকা রোজগার করছে।
তারা পরিবার, সমাজ ও দেশে অবদান রেখে চলেছে। তারা আরও বলেন সরকারের আইসিটি ডিভিশন এ বিষয়ে গ্রাসরুট পর্যায়ে ব্যাপক সহযোগিতা করে চলেছে। এজন্য বক্তাগণ আইসিটি ডিভিশনের গবেষণা শাখাকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা গবেষক ও কর্মকর্তা বিশ্বাস ওয়াহিদুজ্জামান। তিনি বলেন ফাউন্ডেশন এর ফ্রীল্যান্সিং ট্রেনিং সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের উদাত্ত সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি ২০২৫ সালের আগামী ব্যাচগুলির প্রশিক্ষনার্থী রেজিস্ট্রেশন করার জন্য ০১৭১৮-৬৮৬২৫৭ নম্বর হটলাইন চালু করেন।
অনুষ্ঠান শেষে মহান একুশে কুইজ ও নতুন বাংলাদেশ কুইজ বিজয়ীসহ শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ পাঠাগার হতে সর্বাধিক বই নিয়ে পড়া পাঠকদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।