Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযশোরে ইসলামী ছাত্র মজলিসের মিছিল ও সমাবেশ

যশোরে ইসলামী ছাত্র মজলিসের মিছিল ও সমাবেশ

সত্যপাঠ রিপোর্ট

পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানসহ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যশোর শহর শাখা। শনিবার বিকেলে এই কর্মসূচি পালন করে দলটি। এদিন দড়টানা ভৈরব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ খেলাফত মজলিসের যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ নূর মোহাম্মদ। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে দিন দিন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে সংশ্লিষ্টদের। সমাবেশ পরিচালনা করেন ইসলামী ছাত্র মজলিসের শহর শাখার সাধারণ সম্পাদক আবু দায়দ্দা নাইম। সভাপতিত্বে করেন শহর শাখা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ রেজুয়ান।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত