Friday, March 14, 2025
Homeআঞ্চলিকসারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিপ্লবী কমিউনিস্টলীগের মশাল মিছিল

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিপ্লবী কমিউনিস্টলীগের মশাল মিছিল

সত্যপাঠ ডেস্ক

সারাদেশে চলমান অপরাধমূলক কর্মকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য সামাজিক অস্থিরতার প্রতিবাদে যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মশাল মিছিল করেছে। বুধবার সন্ধ্যায় এই মশাল মিছিল রেব করা হয়।

মিছিলটি পার্টির জেলা কার্যালয় নীল রতন ধর সড়ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে, মিছিলটি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়, যেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান।

মিছিলের নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা কমরেড শাহাবুদ্দিন বাটুল প্রমুখ।

সমাবেশ থেকে বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও অপশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য একযোগভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা দাবি করেন, দেশের অব্যাহত অপরাধমূলক কর্মকাণ্ড এবং দ্রব্যমূল্যবৃদ্ধি যেন দ্রুত সমাধান হয়, অন্যথায় দেশের জনগণ আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত