Friday, March 14, 2025
Homeআঞ্চলিকআক্কাস লেক ভিউ পার্ক মাতালো কাঠেরপুল যুব সংঘ

আক্কাস লেক ভিউ পার্ক মাতালো কাঠেরপুল যুব সংঘ

সত্যপাঠ ডেস্ক

যশোরের সামাজিক সংগঠন কাঠেরপুল যুব সংঘের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টে বর্ণীল আয়োজনের মধ্যেদিয়ে এ আয়োজন শেষ হয়।

অনুষ্ঠানে ছিলো নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। আনন্দঘন পরিবেশে সংগঠনের সদস্য ও অতিথিরা দিনব্যাপী আয়োজন উপভোগ করেন। বিশেষ আকর্ষন কনসার্টে চ্যানেল আই সেরাকন্ঠের রানার্স আপ নান্নু, খুলনার স্বপ্নীল রিতু, যশোরের দাদা রতন, রোমেল, মানিকের গানে মগ্ন হয়ে যান শ্রতারা। নাচ পরিবেশন করেন রিকি খান, মনি খান, সাকিব, রিয়াসহ অন্যান্যরা।

কনসার্টের মিডিয়া পার্টনার ছিলো গ্রামেরকাগজ ও রাতদিন নিউজ। হাসি হাড্ডা, আর গান বাজনা আক্কাস লেক ভিউ পার্ক হয়ে উঠে এক টুকরা সুরের উদ্ধান। কাঠেরপুল যুব সংঘের সদস্যরায় শুধু না পার্কে আগত দশনার্থীরাও মিলেমিশে গানের তালে তালে উৎসবের আনন্দে মেতে উঠেন।

আক্কাস লেক ভিউ পার্ক মাতালো কাঠেরপুল যুব সংঘএছাড়া ছেলে-মেয়ে ও বাচ্চাদের জন্য পৃথক খেলার আয়োজন করা হয়। আয়োজন করা হয় র‌্যাফেল ড্র’র। রাত নয়টায় পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হয়। অনুষ্ঠান বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন আক্কাস লেক ভিউ এন্ড রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ জুয়েল। তিনি এ আয়োজনকে স্বাগত জানান। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূইয়া।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা বলেন, ‘এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা দারুণ সময় কাটিয়েছি এবং অসাধারণ সংগীত উপভোগ করেছি। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত