সাতক্ষীরা প্রতিনিধি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন খুলনা রেঞ্জর বিএএম উপপরিচালক নুরুল হাসান ফারিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন- আনসার ব্যাটালিয়ন খুলনার পরিচালক মোল্ল্যা আবু সাঈদ, আনসার ব্যাটালিয়ন যশোর এর পরিচালক তরফদার আলমগীর হোসেন, সংযুক্ত খুলনা রেঞ্জ এর উপপরিচালক আজিম উদ্দীন, যশোর জেলা কমান্ড্যান্ট আল-আমিন হোসেন, খুলনা জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন, সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল।
জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়েছেন। এই সমাবেশ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।