Friday, March 14, 2025
Homeআঞ্চলিকযশোরে কমরেড জাকির হোসেন হবি’র স্মরণসভা অনুষ্ঠিত

যশোরে কমরেড জাকির হোসেন হবি’র স্মরণসভা অনুষ্ঠিত

সত্যপাঠ ডেস্ক

যশোরে কমরেড জাকির হোসেন হবি’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় স্থানীয় প্রেসক্লাব যশোরের ২য়তলায় শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে এই শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সম্পাদক তসলিম উর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও জাতীয় কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় সভাপতি কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নাজিম উদ্দিন, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী আব্দুল হামিদ, সিপিবি যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রমিক নেতা মাহবুব মজনু, কমরেড হবি’র সহযোদ্ধা হারুন অর রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সংগঠক ও কমরেড হবি’র সহধর্মিণী কমরেড সখিনা বেগম দিপ্তি, কৃষক খেতমজুর সমিতি যশোর জেলার সাংগঠনিক সম্পাদক বিপুল বিশ্বাস, মৈত্রী ভলেন্টার্স এর সদস্য সচিব মামুনুর রশিদ অভয়নগর উপজেলার অন্যতম নেতা ডাক্তার শহীদুল হক, সদর উপজেলার অন্যতম নেতা কমরেড সাহবুদ্দিন বাটুল, বাঘারপাড়া উপজেলা কমিটির অন্যতম নেতা কমরেড ইরাদাদ নয়ন। জীবনীর উপর লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির অন্যতম নেতা কমরেড পলাশ বিশ্বাস।

শোক সভা পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত