Friday, April 25, 2025
Homeআঞ্চলিকযশোরে বাক প্রতিবন্ধী শিশু নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

যশোরে বাক প্রতিবন্ধী শিশু নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি

যশোরে ১২ বছর বয়সের বাক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রতিবন্ধী ও শিশুর নাম আরব আলী (১২)। গত ১২ ফেব্রুয়ারি শিশু আরব আলী তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৪৮ ঘন্টা পর তার মরদেহ পাওয়া গেল শহরের সিটি কলেজের পুকুর থেকে। শিশু আরব আলী যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া পাড়া বাঁশতলা এলাকার শরিফুল ইসলাম ও খুরশিদা বেগমের ছেলে।

গত ১২ ফেব্রুয়ারী আরব আলী বাড়ি থেকে যেয়ে নিখোঁজ হয়। পরে তাকে আর খোঁজাখুঁজি করে না পেয়ে গতই ১২ ফেব্রুয়ারী তার মা খুরশিদা বেগম যশোর কোতোয়ালি থানায় একটি সাধারন জিডি করেন। যার জিডি নং ৯৯২।

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর গত শুক্রবার সকাল দশটার দিকে স্থানীয়রা শহরের মনিহার এলাকার সিটি কলেজ পুকুর থেকে নিখোঁজ শিশু আরব আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক যুবক পুকুরে গোসল করতে গেলে দেখতে পান শিশুটির মরদেহ ভাসছে। এসংবাদ এলাকায় ছড়িয়ে পড়ল শিশুটির মা খুরশিদা বেগম এসে তার সন্তানকে সনাক্ত করেন।

সংবাদ পেয়ে যশোর কোতয়ালী পুলিশ ঘটনাস্থলে এসে শিশু আরব আলীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই ইমরান বলেন, একটি শিশুকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। কিভাবে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া এমুহূর্তে কিছু বলা যাবে না। তিনি বলেন মৃত্যুর ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত