Friday, April 25, 2025
Homeআঞ্চলিকবাঘারপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

বাঘারপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

বাঘারপাড়া প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শণ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এর আগে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে কৃষক ও কৃষি উদ্যোক্তদের নিয়ে র‌্যালি বের করা হয়। পরে পরিষদ চত্বরের স্থায়ী অনুপ্রভা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে। মেলায় ১৫টি স্টলের মাধ্যমে কৃষিতে প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রযুক্তিতে আলু ও সবজি সংরক্ষণ, পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ধানের আধুনিক জাত ও নিরাপদ ফসল উৎপাদনসহ বিভিন্ন বিষয়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়। এছাড়াও অধিক দামি ফল ও সবজিরও প্রদর্শণী করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ কৃষি মেলা।

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, উপজেলা বিএনপি’র সভাপতি তানিয়া রহমান সুমি, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টুসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত