সত্যপাঠ রিপোর্ট
যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিএনপি ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের রাষ্ট্র জনগণের কাছেই ফিরে যাবে। এর ফলে রাষ্ট্র শক্তিশালী কাঠামোর ওপর দাঁড়াতে পারবে। তিনি আরও বলেন, বিএনপির এই ৩১ দফা মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০-এর সম্প্রসারিত কাঠামো। এটি ২০২৩ সালে প্রণীত হলেও সময় ও দেশের প্রয়োজন অনুযায়ী এর সম্প্রসারণ হতে পারে।
যশোরে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিততিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত হলে এটি কেবল মজবুত হবে না, বরং দেশ ও জনগণ উপকৃত হবে। এ জন্য প্রান্তিক পর্যায়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন, যাতে সাধারণ জনগণ বুঝতে পারে ভবিষ্যতে তারা কীভাবে এর সুফল পাবে।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
নগর বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।
কর্মশালাটি সঞ্চালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।