Wednesday, February 5, 2025
Homeআঞ্চলিকযশোরে ইজিবাইক চালানোর কথা বলে নিয়ে বিক্রি করার অভিযোগে ৪ প্রতারক...

যশোরে ইজিবাইক চালানোর কথা বলে নিয়ে বিক্রি করার অভিযোগে ৪ প্রতারক আটক

বিশেষ প্রতিনিধি

পরিচিত সুবাদে ইজিবাইক মালিকের ইজিবাইক চালানোর কথা বলে নিয়ে যেয়ে বিক্রি করার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের নিউ বেজপাড়া এলাকার নুর ইসলামের ছেলে সুমন ইসলাম, মণিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত শেখ আকতার হোসেনের ছেলে শেখ মাসুদ রানা, যশোর সদর উপজেলার কচুয়া (নতুন বাজার) এলাকার মৃত রুস্তম আলীর ছেলে রেজাউল ইসলাম ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার ২ ফেব্রুয়ারী কোতয়ালি থানায় প্রতারণা আইনে মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের আকরাম বিশ্বাসের ছেলে আমিনুর ইসলাম।

মামলায় বাদি উল্লেখ করেন, সুমন ইসলাম বাদির পূর্ব পরিচিত পরিচিতির সুবাদে সুমন বাদির একটি ইজিবাইক ভাড়া নিয়ে চালায়। প্রতিদিনের ন্যায় গত ৯ জানুয়ারী সকাল ৮ টায় সুমন ইসলাম বাদির বাড়ি হতে ইজিবাইক ভাড়া নিয়ে চালানোর জন্য যায়। পরবর্তীতে যথা সময় ইজিবাইক নিয়ে বাদির বাড়িতে ফেরত না দেওয়ার জন্য বাদি সুমনের মোবাইল ফোনে ফোন করলে বন্ধ পাই। এরপর বাদি বিভিন্ন স্থানে সুমন ইসলাম ও তার ইজিবাইক খোঁজাখুজির এক পর্যায় না পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে যান। ডিবি পুলিশ ১ ফেব্রুয়ারী দুপুর ১২ টার পর সুমন ইসলামকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শহরের দড়াটানা মোড় হতে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় সে পুলিশকে জানায় তার সাথে শেখ মাসুদ রানা ও রেজাউল ইসলাম পরস্পর যোগসাজসে একত্রে উক্ত ইজিবাইকটি কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকায় বিক্রি করেছেন। পরবর্তীতে সুমন ইসলামের দেয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে শহরের গরীবশাহ মোড় হতে শনিবার ১ ফেব্রুয়অরী দুপুর ২ টার পর শেখ মাসুদ রানা, রেজাউল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আসামীদের কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মহেন্দ্রপুর বাজার হতে আনোয়ার হোসেনরকে রোববার ২ ফেব্রুয়ারী রাত ২ টার সময় গ্রেফতার করে। তার দেখানো মতে বাদির উক্ত ইজিবাইক উদ্ধার করে। রোববার ২ ফেব্রুয়ারী গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত