সত্যপাঠ রিপোর্ট
আমডাঙ্গা খালের সাথে ইপিজেড’র বর্জ্য নিষ্কাশন ও ড্রেন সংযোগ বন্ধের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাছে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুর ১টার দিকে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জির কাছে এই স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমডাঙ্গা খালের সাথে ইপিজেডের খালের সংযোগ হলে এই জনপদের মানুষ, জীববৈচিত্র্যসহ পরিবেশের ভারসাম্য হুমকি মুখে পড়বে। সেই সাথে রাস্তাঘাট, স্কুল-কলেজ, কবরস্থান, শ্মশানঘাটসহ ফসলি জমি পানিতে নিমজ্জিত হবে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিদর্শনে এসে স্থায়ী সমাধানের ঘোষণা দিয়েছিলেন এবং সেই সাথে আমডাঙা খাল সংস্কারের ঘোষণা দেন। কিন্তু এরই মধ্যে ইপিজেড’র বর্জ্য নিষ্কাশন ও ড্রেনের সংযোগ আমডাঙা খালের সাথে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ইপিজেড’র বর্জ্য ও বর্জ মিশ্রিত পানি খালের পানির সাথে মিশে গেলে ভবদহ এলাকার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে আমডাঙা খালের সাথে ইপিজেড’র বর্জ্য নিষ্কাশনের ড্রেনের সংযোগের কাজ ও উদ্যোগ বন্ধের আহ্বান জানান। যদি এই দাবি মানা না হয় তাহলে কঠোর কর্মসূচির হুমকি দেন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, রাজু আহমেদ, চৈতন্য কবিরাজ, শরিফুল ইসলাম, আহমেদ আলী, নূর ইসলাম, প্রসেনজিৎ দত্ত প্রমুখ।