Wednesday, February 5, 2025
Homeআঞ্চলিকযশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২ ফেব্রুয়ারী বিকাল ৪ টার সময় দড়াটানা ভৈরব চত্বরে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটি এক বিক্ষোভ সমাবেশ করে । সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর যশোর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু। সভায় নেতৃবৃন্দ বলেন এই সরকার বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার মতো শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। বাজার সিন্ডিকেটের ভাঙতে ব্যর্থ হচ্ছে বরঞ্চ পূর্ববর্তী সরকারের মতো বাজাজ সিন্ডিকেটের মদদ দিচ্ছে বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মত সাধারণ মানুষের উপর দমন – পীড়ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করছে। জাতিগত সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ। আইন আইন-শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ আনতে পারছে না। সারাদেশে আইন-শৃঙ্খলার অবস্থা ভঙ্গুর। দখলদারিত্ব এখনো বিদ্যমান। এছাড়া রাষ্ট্রীয় ব্যবস্থা কে কাজে লাগিয়ে দল গঠনের চেষ্টা চলছে অতিতের মত। নারীদের ফুটবল খেলা, সংঙ্গীত অনুষ্ঠানের উপর হামলা চলছে। হেলমেট বাহিনীর ন্যায় নতুন বাহিনী যখন তখন যেখানে সেখানে হামলা করছে। তার প্রতিবাদ করলে পুলিশ হামলা করছে। নেতৃবৃন্দ আরও বলেন যদি সরকার প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয় বাজার সিন্ডিকেট না ভাঙ্গে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে বিগত স্বৈরাচারী সরকারের মতো এই সরকার আন্দোলনের মুখে পরবে । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত