Thursday, April 24, 2025
Homeআঞ্চলিককেশবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর দিয়ে গেল চোর

কেশবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর দিয়ে গেল চোর

সত্যপাঠ ডেস্ক

যশোরের কেশবপুরে বৈদ্যুতিক মিটার খুলে পলিথিনের কাগজে মুড়িয়ে মোবাইল ফোন নম্বর রেখে গেছে চোর চক্রের সদস্যরা। মঙ্গলবার উপজেলার মজিদপুর ও প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফোন নম্বরে কল দিলে টাকা দাবি করছে চক্রের সদস্যরা। এ ঘটনায় থানা ও পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যুৎ অফিস সূত্রে জানায়, বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্যরা মঙ্গলবার ভোরে প্রতাপপুর গ্রামের আমিনুর রহমান ও মজিদপুর সাগরদাঁড়ী সড়কসংলগ্ন আবজাল হোসেনের চালকলের বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে যায়। এ সময় তারা মোবাইল ফোন নম্বর রেখে গেছে।

ভুক্তভোগী আবজাল হোসেন বলেন, মঙ্গলবার সকালে এসে দেখি, মিটারের ওপরের অংশ নেই। সেখানে একটি ফোন নম্বর রয়েছে। বিষয়টি বিদ্যুৎ অফিসের কর্মকর্তাকে জানিয়েছি। থানায়ও অভিযোগ করেছি।

মিটার হারানো রাইচ মিলের ম্যানেজার আবু তালেবের জানান, এমন চক্রের কথা আগে কখনও শুনিনি। চক্রটির রেখে যাওয়া মোবাইল ফোন নম্বরে ফোন করেছি। কিন্তু অজ্ঞাত ব্যক্তি জানান, বিকাশ অ্যাকাউন্টে ৫ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দিবে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুর রব বলেন, এমন চক্র দেশের বিভিন্ন এলাকায় রয়েছে। তারা মিটার খুলে আশপাশে লুকিয়ে রেখে টাকার জন্য ফোন নম্বর রেখে যায়। এ ধরনের একটি চক্র মজিদপুরে চুরি করেছে বলে অভিযোগ এসেছে। সমিতির পক্ষ থেকে পুলিশকে জানানো হবে। ভুক্তভোগীদেরও অভিযোগ দিতে বলা হয়েছে।

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ফোন নম্বর রেখে মিটার চুরির বিষয়টি শুনেছি চক্রটির সদস্যদের আইনের আওতায় আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হবে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত