Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকযশোরে বিএনপির দুই নেতার পদ স্থগিত

যশোরে বিএনপির দুই নেতার পদ স্থগিত

সত্যপাঠ রিপোর্ট

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা বিএনপি উপজেলা ও ইউনিয়নেরন দুই নেতার পদ সাময়িক স্থগিত করেছে। বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাদের একজন শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিবর রহমান বৈদ্য। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় কোনো কর্মকা-ে অংশ নিতে পারবেন না।

একইদিনে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে সদর উপজেলার ইছালী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি মারুফ হোসেনের পদও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলের সাংগঠনিক নিয়মনীতি না মানার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার স্থানে সহ-সভাপতি-১ অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত