Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকযশোরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ফেন্সিডিল ইয়াবাসহ পাঁচজন আট

যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ফেন্সিডিল ইয়াবাসহ পাঁচজন আট

বিশেষ প্রতিনিধি

যশোরে র‌্যাব-৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব সদস্যরা শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তিনজনÍআলমগীর হোসেন, জিয়াউর রহমান ও হাফিজুর রহমান মেহেদীকে আটক করে। তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি যশোর-নড়াইল সড়কের দায়তলা থেকে ইয়াকুব হোসেনকে ২৯ বোতল ফেনসিডিলসহ আটক করে।এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফতেপুর দক্ষিণপাড়া থেকে রনি শেখকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত