বিশেষ প্রতিনিধি
যশোরে দশম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় তার বাবাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া
হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন কচুয়া গ্রামের আরমান, গোপালপুরের
আশিক এবং ওমর আলীর ছেলে মোহাম্মদ আলী।
মামলায় বলা হয়, আরমান ওই ছাত্রীর প্রতি কুপ্রস্তাব দিতো। গত ২১ এপ্রিল এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার
পথে আরমান কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদে এক আত্মীয় আরমানকে আটকালে তিনি লাঠি
দিয়ে মারধর করেন। পরদিন সকালে কিশোরীর বাবাকে রাজারহাট বাজারে পেয়ে আসামিরা হামলা চালায়।
আশপাশের লোকজন ছুটে এলে তারা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।