বিশেষ প্রতিনিধি
নড়াইল ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মহসীন মঙ্গলবার সকালে যশোর বারান্দীপাড়া মোল্যাপাড়া মোড়স্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ ও খুলনা বিশ্ববিদ্যালযের ফার্মেসী বিভাগের শিক্ষক মঞ্জুর মুর্শিদের পিতা।
১৯৯৯ সালে অধ্যক্ষ পদ থেকে অবসরগ্রহণ করেন। যশোরাঞ্চলে তার অসংখ্য ছাত্র ও শুভানুধ্যায়ী রয়েছেন। ঐদিন বাদ এশা ঢাকা রোড বায়তুল মামুন মসজিদের সামনে জানাজা শেষে বরান্দীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা কামনা করেছেন।