Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকসদরের দেয়াড়ায় জমিজমা নিয়ে সংঘর্ষ নারীসহ চারজন আহত, লুটপাট ও ভাঙচুর

সদরের দেয়াড়ায় জমিজমা নিয়ে সংঘর্ষ নারীসহ চারজন আহত, লুটপাট ও ভাঙচুর

সত্যপাঠ ডেস্ক

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

আহতরা হলেন- আলমগীর হোসেন (৩৬), জামাল হোসেন (৫০), শেফালী খাতুন (৩০) ও মনোয়ারা খাতুন (৪০)। এদের সবার বাড়ি মঠবাড়ী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন রাজনৈতিক শত্রুতা এবং চলমান জমিজমা বিরোধের জের ধরে একই গ্রামের শহিদ (৬০), সিরাজুল (৫৫), শরিফুল (৫০), শাহাবুর (১৮), মাহাবুর (২০) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আলমগীর ও জামালের বাড়িতে হামলা চালায়। তারা কাঠের লাঠি ও হাতুড়ি দিয়ে ভিকটিমদের মারধর করে এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা একটি ইজিবাইক ভেঙে ফেলে এবং স্বর্ণের একজোড়া চুড়ি, একটি কানের দুল ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানা গেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত