Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকসাতমাইলে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে চালকসহ ৪ জন আহত

সাতমাইলে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে চালকসহ ৪ জন আহত

সত্যপাঠ ডেস্ক

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় ভোরে ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক উল্টে গিয়ে চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর বেলা সাতমাইল কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে ব্রিজের আগে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যশোর সদর উপজেলার হৈবতপুরের এনায়েতপুরের মৃত মকবুল হোসেন খানের ছেলে ইজিবাইকচালক মুহিদুল (৪৫)। তিনি যাত্রী নিয়ে চৌগাছার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন সাহাবাজপুরের জাহানারা (৫০), চৌগাছার রামকৃষ্ণপুরের নাজমুন নাহার (৪৫) এবং তার মেয়ে জারা (৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুহিদুল তিনজন যাত্রী নিয়ে ইজিবাইকে যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতমাইলে হঠাৎ একটি অজ্ঞাত ঝিনাইদহগামী ট্রাক তাদের ইজিবাইককে সাইড দিয়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে রাস্তায় পড়ে যায় এবং চারজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনজন নারী ভিকটিম মহিলা সার্জারি ওয়ার্ডে এবং চালক মুহিদুল পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত