Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকবাঘারপাড়ায় গৃহবধূর হাত, পা ও মুখ বেঁধে পরিকল্পিত চুরি

বাঘারপাড়ায় গৃহবধূর হাত, পা ও মুখ বেঁধে পরিকল্পিত চুরি

বাঘারপাড়া প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় এক গৃহবধুর হাত পা মুখ বেঁধে নগদ টাক ও স্বর্ণালঙ্কার চুরি করেছে চোরেরা। সোমবার উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদ গ্রামে রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে উত্তম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিন ৮লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভূক্তভোগী পরিবার। বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

উত্তম বিশ্বাসের ছেলে অভিষেক বিশ্বাস (২৫) জানান, চোরেরা স্ত্রীর মাথায় কিছু দিয়ে আঘাত করে হাত পা বেঁধে ফেলে। এরপর আলমিরার ড্রয়ারে রাখা নগদ ৪লাখ টাকা, স্ত্রী সঙ্গীতার গলায় থাকা স্বর্ণের চেইন ও তার কানের দুল শরীর থেকে খুলে নিয়ে গেছে। এ ছাড়াও অন্য একটি ড্রয়ারে রাখা স্ত্রীর সোনার বালা, সোনায় বাঁধানো এক জোড়া শাখা ও নিজের (অভিষেক) একটি আংটিও এসময় নিয়ে যায়। আনুমানিক তিনভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে অভিষেখ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে বাড়ির পাশের বাজারে ক্রিকেট খেলা দেখছিলেন। যাওয়ার আগে ঘরের দুই পাশের গ্রীলে তালা লাগিয়ে দিয়ে যান। রান্নার কক্ষের চাবি দেওয়ালের উপর রেখে অন্য চাবিটা সঙ্গে নিয়ে যান। রাত ১০ টার দিকে স্ত্রী সঙ্গীতা বিশ্বাস ভাত খেতে ফোন দেয়। তিনি (অভিষেক) বাজার থেকে বাড়িতে দেখেন বাড়ির সব ইলেকট্রিক লাইট বন্ধ এবং রান্নাঘরের সামনে গ্রীলের তালা খোলা ও তালায় চাবি ঝুলছে

এসময় ঘরের দুইটি কক্ষে দেখতে পান, স্টিলের আলমিরার ড্রয়ার খোলা এবং আলমিরাতে রাখা কাপড়গুলো কক্ষের মেঝেতে ছাড়ানো ছিটানো। এরপর পাশের কক্ষে দেখেন স্ত্রী সঙ্গীতার হাত পা ও মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। তিনি আরও বলেন, আমার বাবা ও কাকারা (অমর, উত্তম ও অনিল বিশ্বাস) একই ভিটায় বসবাস করি। পেশায় সবাই মাছ ব্যবসায়ী।

এদিন সন্ধ্যায় বাবা ও মা দরাজহাটে নামযঞ্জ অনুষ্ঠানে যায়। আমিও স্ত্রীকে একা রেখে বাজারে যাই। এর কোনো এক সময় তিনজন আগে থেকে ঘরে ঢুকে ঘাপটি মেরেছিলো। তবে ঘরে ল্যাপটপ, দামি মোবাইল ফোন ও মোটরসাইকেল থাকলেও সেগুলো নেয়নি। এমনকি একই আলমিরার দুইটি ড্রয়ার থাকলেও নির্দিষ্ট ড্রয়ার খুলেই মালামাল নিয়ে গেছে।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, ‘ঘটানার পরপরই নিজে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এরপর দুপুরে পুলিশের অন্য একটি টিমও ঘটনাস্থল পরিদর্শণ করেছে। চুরির ষিয়ে তদন্ত চলছে। এখনো কেউ কোনো মামলা করেনি বা আটকও হয়নি’।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত