Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকতিন মাস ধরে স্কুলে যেতে পারছেন সলুয়া স্কুলের প্রধান শিক্ষক

তিন মাস ধরে স্কুলে যেতে পারছেন সলুয়া স্কুলের প্রধান শিক্ষক

সত্যপাঠ ডেস্ক

যশোরের চৌগাছা উপজেলার সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানকে তিন মাস ধরে স্কুলে যেতে দেয়া হচ্ছে না। বাড়ি বসেই তিনি নিয়মিত ইএফটি পদ্ধতিতে বেতন ভাতা পাচ্ছেন।

কর্মস্থলে নিরাপদে যাতায়াত ও দায়িত্ব পালন করতে বিদ্যমান সমস্যা নিরাসনের জন্য ভুক্তভোগী প্রধান শিক্ষক যশোরের জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, খুলনার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ও চৌগাছা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন।

প্রধান শিক্ষক লিখিত আবেদনে উল্লেখ করেছেন, সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই ২০২৫ সালের ১২ জানুয়ারি একদল সন্ত্রাসী আমাকে স্কুল থেকে জোরপূর্বক বের করে দেয়। শ্রেণিকক্ষ থেকে তারা আমাকে জোরপূর্বক অফিস রুমে নিয়ে যায়। সেখানে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয়।

এরপর তাড়িয়ে দেয়। তারপর থেকে আমি প্রাণের ভয়ে আর স্কুলে যেতে পারছি না। সন্ত্রাসীদের মধ্যে সলুয়ার রাসেলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলো রাকিব হোসেন, রানা, সাকিবুল ইসলাম, রাব্বিসহ ২০ থেকে ২৫ জন। এদেরকে পরোক্ষভাবে মদদ দিচ্ছে স্থানীয় গোলাম মোস্তফা, স্কুলের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও বিজ্ঞানের শিক্ষক মিজানুর রহমান। মিজানুর রহমান রাসেলের জামাতা।

রাসেলকে ব্যবহার করে তারা ফয়দা নিচ্ছেন। সহকারি প্রধান শিক্ষক অবৈধভাবে স্কুলের আইডি ব্যবহার করে কমিটি গঠনের আবেদনও করেছেন। বিষয়টি নিয়ে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম বিষয়টি মিমাংসা জন্য সামাজিকভাবে সবাইকে বললেও তাদের কথা কেউ মানেনি। রাসেল কোনভাবেই আমাকে স্কুলে যেতে দেবে না। স্কুলে গেলে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন বলেন, সলুয়া স্কুলের সহকারি প্রধান শিক্ষক অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক দায়িত্বে রয়েছেন তারপরও তিনি প্রধান শিক্ষকের আইডি ব্যবহার করে এডহক কমিটি গঠনের আবেদন করেছেন। যা আইন বহির্ভূত। বিষয়টি শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হতে পারে।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। পুরো ঘটনাটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত