বিশেষ প্রতিনিধি
যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নে মঙ্গলবার টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্মার্ট কার্ডধারীদের সুযোগ না দিয়ে সম্পূর্ণ বাদ দিয়ে ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের পছন্দের লোককে টিসিবির পণ্য বিতরণ করেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এবিষয়ে স্থানীয় বিএনপি নেতা এলোম হোসেন সংশ্লিষ্ট ডিলারদের অনিয়মের প্রতিবাদ করলে ডিলাররা তার উপর ক্ষিপ্ত হন বলে তিনি অভিযোগ করেন।
সরেজমিন ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে কয়েকজন সুবিধাভোগী স্মার্ট কার্ডধারী জানান, তালিকা অনুযায়ী দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কিনে আসছেন। অথচ আজ সকালে এসে শুনতে পান টিসিবির কার্ড রেখে দিচ্ছেন একটি রাজনৈতিক দলের স্থানীয় কিছু কর্মী। সে কারণে প্রকৃত স্মার্ট কার্ডধারীরা টিসিবি পণ্য প্রাপ্ত থেকে বঞ্চিত হয়েছেন।
এ ব্যাপারে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত ডিলাররা স্মার্ট কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করবেন এটাই নিয়ম। কিন্তু এবিষয়ে কোনো অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না।
সূত্রগুলো জানিয়েছেন, বেনজির আহমেদ, ওবায়দুর রহমান ও শফি গাজী নামে এই ৩ জন ডিলার মঙ্গলবার ফতেপুর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।